ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহজুড়ে ৯ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
সপ্তাহজুড়ে ৯ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

শনিবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান নয়টি হলো-সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স ও গ্রামীণফোন।

এদের মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ নগদ, মাইডাস ফাইন্যান্স আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি ১২ শতাংশ নগদ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ নগদ, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ নগদ, ন্যাশনাল অ্যান্ড কমার্স ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, রূপালী ইন্স্যুরেন্স ১০ নগদ এবং গ্রামীণফোন ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে প্রতিটি প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা করবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।