ঢাকা: করোনা ভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতি মঙ্গলবার (২৮ জুলাই) ঘোষণা করা হবে।
মহামারির কারণে এবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মূদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে ও কমবে তার একটি পরিকল্পনা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বিগত সময়ে বছরে দুই বার জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করা হলেও গত অর্থবছর থেকে বছরে একবার মুদ্রানীতি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসই/এমজেএফ