ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ উপজেলার ব্যাংক বন্ধ বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
৫ উপজেলার ব্যাংক বন্ধ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ ও উপ-নির্বাচন উপলক্ষে দেশের পাঁচ জেলার পাঁচ উপজেলায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, নীলফামারী সদর উপজেলার টুপামারী ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঢ়র ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পররামরামপুর ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় উল্লিখিত নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।