ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংককে ঘুরে দাঁড়াতে খেলাপিঋণের লাগাম টানতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
জনতা ব্যাংককে ঘুরে দাঁড়াতে খেলাপিঋণের লাগাম টানতে হবে

ঢাকা: জনতা ব্যাংককে ঘুরে দাাঁড়াতে হলে খেলাপিঋণের লাগাম টেনে ধরতে হবে। ঋণ আদায়ে আরো কঠোর শ্রম দিতে হবে।

তাহলে সম্পদের গুণগত মান বাড়বে। মূলধন পর্যাপ্ততায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

রোববার (২১মার্চ) রাজধানীর মতিঝিলে জনতা ব্যাং
কের প্রধান কার্যালয়ের ১২ তলায় স্থাপিত মুজিব কর্নার ভার্চ্যুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির একথা বলেন।

ফজলে কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি হিসেবে মুজিব কর্নার নির্মাণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে এর উদ্বোধন একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের ব্যাংকগুলোর মধ্যে একমাত্র জনতা ব্যাংকের এমডি মুক্তিযোদ্ধা। এটা জনতা ব্যাংকের জন্য সৌভাগ্য।

জনতা ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা আরো কঠোর পরিশ্রম করুন, ব্যাংকের অবস্থা আরো উন্নত হোক। গভর্নর সাহেবকে সঙ্গে নিয়ে আমি আনন্দচিত্তে জনতা ব্যাংকে যাবো।

আরও বক্তব্য দেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংকের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।

অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কেএম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও হেলাল উদ্দিন, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. শামস-উল ইসলাম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসাইন প্রধানিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি কাজী আলমগীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মো. ইসমাইল হোসেন, কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।