ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-ক্যাবের সদস্যদের বিদেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ২, ২০২১
ই-ক্যাবের সদস্যদের বিদেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ

ঢাকা: ই-ক্যাবের সদস্যদেরকে চলতি হিসাবের যৌক্তিক ব্যয় বিদেশে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

এ সুবিধার আওতায় ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান বছরে ১০ হাজার মার্কিন ডলার বৈদেশিক ব্যয় নির্বাহ করতে পারবে।

রোববার (২ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

এতে বলা হয়েছে, বাৎসরিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে ২ হাজার মার্কিন ডলারের আন্তর্জাতিক ক্রেডিট/প্রিইেড কার্ড ইস্যুর বিধান জারিকৃত সার্কুলারে রাখা হয়েছে। কার্ডে পুনরায় বৈদেশিক মুদ্রা ভর্তি করা যাবে। তবে কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে প্রেরিত অর্থের পরিমান কোনো অবস্থাতেই ১০ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না বলে সার্কুলারে নির্দেশনা রাখা হয়েছে।

বাৎসরিক কোটার আওতায় বিদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, করাদি/ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশ, প্রভৃতি বিষয় পরিপালনের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।  
 
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের প্রশংসা করে ই-ক্যাব সদস্যরা বলেন যে, ই-কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র বৈদেশিক ব্যয় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। ফলে সংশ্লিষ্ট ব্যয় পাঠানোর কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না।

ঘোষিত নীতিামালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট জানান যে, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রেমিটেন্স সুাবিধার ফলে ই-কমার্স ব্যবসায়িক কার্যক্রম সহজ হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ০২, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।