ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের পুনর্মিলনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

ঢাকা: শনিবার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়।



র‌্যালির পর ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তারা ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীদের উজ্বল ভবিষ্যত কামনা করে পড়াশোনার প্রতি তাদের আরো মনোযোগী হয়ে জ্ঞান আহরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের উপদেষ্টা এন সি দাস এবং ড. ফিরোজ আহমেদ। আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাহারিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. সানজিদা হক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মা ক্লাব।

অনষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভাগের ছাত্রছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
এডিএ
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad