ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

জানা গেল কোন খাতে যায় শাবিপ্রবির ভর্তি ফি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
জানা গেল কোন খাতে যায় শাবিপ্রবির ভর্তি ফি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। এরমধ্যে গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তির সময় ১০ হাজার টাকা করে পরিশোধ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ ভর্তি ফি কোন খাতে যায় তা নিয়ে ধোঁয়াশা ছিল। রোববার (২২ জানুয়ারি) বিষয়টি নিয়ে প্রশ্ন করলে একাডেমিক কাউন্সিলের সদস্য, ভর্তি কমিটি ও প্রশাসন কিছু জানাতে পারেনি। তবে, ১৫ হাজার টাকা ভর্তি ফি একাডেমিক কাউন্সিল নির্ধারণ করেছে বলে জানিয়েছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

কোন খাতে কত টাকা যাচ্ছে, সে ব্যাপারে বৈঠক হবে, তারপর বিষয়টি জানাতে পারবেন বলেও তিনি জানান।

সোমবার (২৩ জানুয়ারি) কোন ভর্তি ফি’র কত টাকা যায় সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়। জানা গেছে, ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের খাতওয়ারি বেতন ৪৫০ টাকা। এ ছাড়া ইউনিয়ন ফি ১০০ টাকা, পাঠ বহির্ভূত কার্যক্রম ১৫০ টাকা, চিকিৎসা ফি ১২০ টাকা, ছাত্র/ ছাত্রী কল্যাণ ফি ৩০০ টাকা, উৎসব ফি ১০০ টাকা, ভর্তি ও আনুষঙ্গিক (এককালীন) ৭০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ৪৩০ টাকা, পরিচয়পত্র ফি ১৭৫, লাইব্রেরি ফি ১৭৫ টাকা, পরিবহন ফি ৫৫০ টাকা, রোভার স্কাউট ফি ২৫ টাকা, বিএনসিসি ফি ২৫ টাকা, সিলেবাস ফি ৪০০ টাকা, শিক্ষাপঞ্জি ফি ১০০ টাকা, জীবন বীমা ও স্বাস্থ্য বীমা ৫০০ (গত বছর ছিল ২০০) টাকা, মাদকাসক্ত পরীক্ষা ফি ৫০০ (গত বছর ছিল ৪০০) টাকাসহ মোট ৪ হাজার ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে।

অন্যদিকে বিভাগের (শিক্ষার্থীদের সুযোগ সুবিধা) উন্নয়ন ফি বাবদ ৫ হাজার (গতবার ছিল ৩ হাজার) টাকা, হল সংযুক্তি ফি ৫০০ (গতবার ছিল ৪০০) টাকা করে নেওয়া হচ্ছে।

এবারের ভর্তি প্রক্রিয়ায় নতুন তিনটি খাত সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রক্টরিয়াল সার্ভিস খাতে ১০০ টাকা, ভর্তি প্রক্রিয়াকরণ খাতে ৩ হাজার ৪০০ টাকা, বিভাগীয় কম্পিউটার/ল্যাব উন্নয়ন খাতে ১ হাজার ২০০ টাকাসহ সর্বমোট ১০ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। তবে এর আগে গুচ্ছের মাধ্যমে এককালীন ৫ হাজার টাকা করে পরিশোধ করেছেন শিক্ষার্থীরা। তাতে সব মিলিয়ে এবার (২০২১-২২ সেশন) ১৫ হাজার টাকা করে পরিশোধ করতে হচ্ছে শিক্ষার্থীদের। যা গত সেশনে (২০২০-২১ সেশন) এ দুই অংশ মিলিয়ে মোট ফি ছিল ৮ হাজার ১০০ টাকা।

এদিকে ভর্তি ও আনুষঙ্গিক (এককালীন) ৭০০ টাকা নেওয়া হলেও পুনরায় ভর্তি প্রক্রিয়াকরণ খাতে ৩ হাজার ৪০০ টাকা, এবং গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা কেন নেওয়া হয়েছে যে বিষয়টি পরিষ্কার করেনি ভর্তি কমিটি। এবার ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার জানিয়েছেন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এসব ফি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার প্রথমদিন বিজ্ঞান অনুষদে মেধা তালিকার ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ১ হাজার ৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত ডাকা হবে। এ ছাড়া বিকেলে ডাক পাবে স্থাপত্য বিভাগে ১ থেকে ৩৪ নম্বর পর্যন্ত। পরশু বুধবার (২৫ জানুয়ারি) সকালে মানবিক অনুষদে ১ থেকে ১ হাজার ৩১৯ পর্যন্ত এবং বিকালে বাণিজ্য অনুষদে ১ থেকে ৫৫৯ পর্যন্ত ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।