ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৪০

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৪০ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪০টি।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে জানান, গত বুধবার (২৫ জানুয়ারি) ২০২১-২২ সেশনের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ১২৬টি, মানবিক অনুষদে ১০টি, বাণিজ্য অনুষদে চারটি আসন ফাঁকা।  

আগামী ০৭ ফেব্রুয়ারি নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও জানান কো-অর্ডিনেটর অধ্যাপক।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।