শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বাংলানিউজকে তিনি বলেন, অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের পদে স্থলাভিষিক্ত হবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআরএস
বাংলাদেশ সময়: ৬:১৩ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০২৩ /