ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে সেরা ২০ এর মধ্যে হবিগঞ্জের ৫ স্কুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৭, ২০১২

হবিগঞ্জ: এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জের পাঁচটি স্কুল স্থান করে নিয়েছে।

ষষ্ঠ স্থান পাওয়া হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১৯ জন পরীক্ষার্থীর শতভাগ পাস করেছে, আর জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।



১৪২ জন পরীক্ষার্থীর সবাই পাস করে নবম হয়েছে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী।

১৩তম স্থান অর্জনকারী মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

১৪তম স্থান লাভকারী শায়েস্তাগঞ্জ ইসলামী অ্যাকাডেমির ৫৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

১৫তম স্থান লাভ করে মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদ হাসান বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ০৭, ২০১২

প্রতিবেদন: জিয়া উদ্দিন দুলাল/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।