ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চ মাধ্যমিকে ভর্তি ১২ মে থেকে; ক্লাস ১ জুলাই

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ৭, ২০১২
উচ্চ মাধ্যমিকে ভর্তি ১২ মে থেকে; ক্লাস ১ জুলাই

ঢাকা: আগামী ১২ মে থেকে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে।

সোমবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্যে কলেজগুলোতে  ভর্তির আবেদনপত্র আগামী ১২ মে থেকে ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।



পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে তাদের জন্য ভর্তির আবেদন গ্রহণ করার শেষ তারিখ হবে ১৪ জুন।

বিলম্ব ফি ছাড়া ও বিলম্ব ফিসহ ভর্তি ও ডিডি করার শেষ তারিখ যথাক্রমে ২৮ জুন ও ১২ জুলাই। ৬০০ শিক্ষার্থীর বেশি ভর্তি করানোর অনুমতি আছে এমন কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কলেজগুলোতে ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়:  ১৭৫৫ ঘণ্টা, মে  ০৭, ২০১২
এমএন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।