বরিশাল: এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। সেই সঙ্গে এ পরীক্ষায় মোট ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
রোববার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।
তিনি বলেন, বিভাগের ৬ জেলায় ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৪ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৯৩ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৮।
বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩৪৫ জন রয়েছে। এরপর পটুয়াখালী জেলায় ২৭৫ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৪১ জন, বরগুনায় ১১৭ ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।
অপরদিকে ভোলা জেলায় ১০ জন, বরিশাল জেলায় ৩ জন, বরগুনা জেলায় ২ জন ও পটুয়াখালী জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এমএস/আরবি