জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারাবি আহমেদ হৃদয়কে (২০) হত্যা ও গুমের ঘটনার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (২১ মে) দুপুরে স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হৃদয় হত্যাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৮ মে বিকেলে হৃদয়কে কৌশলে আকাশ নামের এক অভিযুক্তের বাসায় নিয়ে যায়। পরে তারা হৃদয়কে বেঁধে ব্যবহৃত তার বাবার ফোনে কল করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে আসামিরা হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করে এবং বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার রামরায়পুর এলাকায় র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা শাহীন নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএম