ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৭২ কোটি বাজেট পেল ইবি

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
১৭২ কোটি বাজেট পেল ইবি

ইবি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কতৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। যা গত অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

রোববার (২১ মে) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

এতে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।

এরমধ্যে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি হলেও বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ১৯ কোটি টাকা কম।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
জেডএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।