ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি ইবি ছাত্র মৈত্রীর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি ইবি ছাত্র মৈত্রীর ফাইল ফটো

ইবি: বিভিন্ন বিভাগের সেশনজট দূর করার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবীর সৌরভ এ বিবৃতি দেন।

তাদের দাবিকে সাধারণ শিক্ষার্থীরাও সমর্থন জানিয়েছেন।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পঞ্জিকা অনুযায়ী আগামী ৩ থেকে ১২ জুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। এছাড়া আগামী ২৪ জুন থেকে পুনরায় পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় ক্যাম্পাস বন্ধ থাকবে।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।