ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সিন্ডিকেটে অধ্যাপক পদে উন্নীত ৫ শিক্ষক

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ইবির সিন্ডিকেটে অধ্যাপক পদে উন্নীত ৫ শিক্ষক অধ্যাপক পদে উন্নীত পাঁচজন শিক্ষক 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষক।  

এর আগে, তারা সহযোগী অধ্যাপক পদে আসীন ছিলেন।

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন তারা।

বুধবার (৩১ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেল দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. খালিদ হোসেন জুয়েল, গণিত বিভাগের ড. মো. আনিছুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. মো. তানভীর সরোয়ার ও আইন বিভাগের ড. মাকসুদা আক্তার।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকটে তাদের পদোন্নতির বিষয়টি গৃহীত হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সব সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।