ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাবিসাসের সভাপতি উজ্জ্বল, সম্পাদক হিমু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
জাবিসাসের সভাপতি উজ্জ্বল, সম্পাদক হিমু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল সভাপতি ও দৈনিক মানবজমিনের ইমরান হোসাইন হিমু সাধারণ সম্পাদক হয়েছেন।

রোববার (১১ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবিসাস ভোটগ্রহণ চলে অফিসে। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

নিউ এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন সহ-সভাপতি, জাগো নিউজের মাহবুব রেজা যুগ্ম সাধারণ সম্পাদক, বণিক বার্তার মেহেদী মামুন কোষাধ্যক্ষ, মানবকন্ঠের নাছির উদ্দিন শিকদার দপ্তর ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বায়েজিদ হাসান রাকিব, প্রতিদিনের বাংলাদেশের আব্দুল মান্নান, চ্যানেল আই অনলাইনের আল আমিন হোসাইন রুবেল।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।