ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, অক্টোবর ৬, ২০২৫
শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

শতাংশ হারে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তর জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হয়েছে। গত জুলাই মাসে শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে ডিও লেটার দিয়েছেন। প্রস্তাবে ২০, ১৫, ১০ ও ৫ শতাংশ হারে বাড়ি ভাতা নির্ধারণের চিঠি পাঠানো হয়েছে।

দীর্ঘদিনের আন্দোলনের পর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা শর্ত সাপেক্ষে এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা নির্ধারণ করা হলো।

তবে শিক্ষকরা ৫০০ টাকা বাড়ানোর এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। তারা আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এমআইএইচ/এসআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ