ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

৪ শিক্ষার্থীকে জাবি উপাচার্যের অভিনন্দন

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
৪ শিক্ষার্থীকে জাবি উপাচার্যের অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

 

এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড অর্জনকারী চার শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  

এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ নির্বাচিত জাবির চার শিক্ষার্থী হলেন- কলা ও মানবিকী অধিক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহবুবা বিনতে মোহাম্মদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/এমার্জিং টেকনোলজি অধিক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস ইনস্টিটিউটের নিশাত রায়হানা ঈশিতা, সমুদ্র বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরমাণু বিজ্ঞান অধিক্ষেত্রে ভূগোল ও পরিবেশ বিভাগের মুনিয়া তাহসিন এবং চারু ও কারু অধিক্ষেত্রে চারুকলা বিভাগের রুবাইয়াত ইবেন নবী।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতকোত্তর পর্যায়ে ১৬টি অধিক্ষেত্রে ২২ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২’ এ নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এএটি​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।