ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে নির্মিত হবে বঙ্গবন্ধু স্কয়ার

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
জাবিতে নির্মিত হবে বঙ্গবন্ধু স্কয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন পরিবহন চত্বরে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হবে।  

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৪০তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পুরাতন পরিবহন চত্বরে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের পরিকল্পনা করছি। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু স্কয়ার পরিদর্শনে নতুন প্রজন্মের সবার ভেতর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম এবং তাঁর দর্শন সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পাবে।

নূরুল আলম আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ নামে একটি বিভাগ আছে। এই বিভাগটি চালু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতায় বেশ কিছু নতুন মাত্রা সংযোজিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি নামে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে।  

এর মধ্যে বাংলাদেশ সরকারের ৪৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা এবং অবশিষ্ট প্রায় ৫০ কোটি টাকা ভারত সরকারের অনুদান থাকবে বলেও জানান তিনি।  

নূরুল আলম বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে আমি সিএসই এবং আইআইটি নিয়ে সময়োপযোগী আরো কয়েকটি বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ নামে নতুন একটি অনুষদ চালু করতে আগ্রহী।  

এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।