ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে হতে যাচ্ছে ‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
শাবিপ্রবিতে হতে যাচ্ছে ‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে বিজনেস কেস প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ২.০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

ক্যারিয়ারভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা হতে যাচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি শাবরিনা আফরোজ মিতু।

তিনি জানান, গত ২৫ অক্টোবর থেকে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এবার চ্যাম্পিয়ন টিম এবং দুই রানারআপ টিমের জন্য ১ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

এদিকে আগামী ২২ নভেম্বর ‘মাস্টারমাইন্ড -২.০’ প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে থাকবেন সাদমান সাদিক। এসময় একটি ক্যারিয়ার সেশনও অনুষ্ঠিত হবে বলে জানান মিতু।  

‘Where Strategy Meets Technology’—এই প্রতিপাদ্যে আয়োজিত কেস কম্পিটিশনের প্রতিযোগিতাটির লক্ষ্য স্নাতক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধি করা।  


প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করবে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা অ্যাবস্ট্রাক্ট জমা দেবে, যা বাছাই পর্ব হিসেবে বিবেচিত হবে। এরপর সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা নগদ পুরস্কার ও আকর্ষণীয় উপহারের জন্য প্রতিযোগিতা করবে।  

এদিকে ২৯ নভেম্বর প্রতিযোগিতার কেস লঞ্চ করা হবে, ৮ ডিসেম্বর সেমি-ফাইনাল এবং ১৫ ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪১০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।  

অংশগ্রহণকারী ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি সাস্টের অর্জুনতলায় অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। তবে প্রতিটি টিম ৩-৪ জন সদস্য নিয়ে গঠন করা যাবে, যেখানে অবশ্যই একজন নারী শিক্ষার্থী এবং একজন STEM ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী থাকার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিযোগিতা সম্পর্কে জানতে ফেসবুক পেজ https://www.facebook.com/sustcc.org?mibextid=ZbWKwL ভিজিট করে জানা যাবে।

শাবরিনা আফরোজ মিতু বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার চ্যাম্পিয়ন টিনের জন্য ৫০,০০০ টাকা, প্রথম রানার-আপের জন্য ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপের জন্য ২০,০০০ টাকা থাকবে। এছাড়াও, চ্যাম্পিয়ন দলকে শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।