ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ, সম্পাদক সুমাইয়া

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ, সম্পাদক সুমাইয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (১৫ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক আহসান লাবিবের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) রাতে আয়োজিত সংগঠনের কাউন্সিলের মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন রোহান ও আব্দুর রহমান নাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক বান্না,অর্থ সম্পাদক পদে নওশিন উলফাত সুকন্যা, দপ্তর সম্পাদক পদে আহসান লাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদমান অলীভ নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বেদত্রয়ী গোস্বামী, আ.র.ক রাসেল ও রিফাত হাসান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১৫,২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।