ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষা ও গবেষণায় প্লাজমা ল্যাবের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
রাবিতে শিক্ষা ও গবেষণায় প্লাজমা ল্যাবের যাত্রা শুরু

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্লাজমা গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘প্লাজমা প্রসেসড ফাংশনাল ম্যাটেরিয়ালস ল্যাব’ শীর্ষক এ গবেষণাগার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, ইইই বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম, বিভাগের বিশিষ্ট প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার, প্লাজমা প্রসেসড ফাংশনাল ম্যাটেরিয়ালস গবেষক অধ্যাপক জাকের হোসেন, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ। এছাড়া রাবির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত এ ল্যাব উদ্বোধন করে উপাচার্য বলেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সোলার সেল তৈরি ও উন্নয়নের ব্যবহারিক ক্ষেত্রে এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি বিষয়ে গবেষণায় এ গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদে এ ল্যাব সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপাচার্য ল্যাবের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও যন্ত্রপাতিসমূহের কার্যপদ্ধতি লক্ষ্য করেন।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আর্থিক বরাদ্দের মাধ্যমে এ ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্লাজমা প্রসেসড ফাংশনাল ম্যাটেরিয়ালস ল্যাবে প্রথম পর্যায়ে শিক্ষা ও গবেষণার কাজ চলবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।