ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিকরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৪শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২, ২০১২

যশোর: যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলায় ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  দুই উপজেলার ৪’শ ৫৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

আকিজ কলেজিয়েট স্কুলের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ,  যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অধ্যক্ষ মজিবুর রহমান, কবি ও সাংবাদিক ফখরে আলম,  মাওলানা শফিউর রহমান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া নাজনীন চৈতি, আবু হুযায়ফা, রাসেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ০২, ২০১২

সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।