ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি চালু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
জাবিতে মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। এ লক্ষ্যে ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখার জন্য তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য অফিসে এ চেক হস্তান্তর হয়।

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের কাছে এই চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, এই মেধা বৃত্তি চালু হওয়ার ফলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এই বৃত্তির মাধ্যমে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মোমেনা দীন মনিরা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জালালুর রহমান, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম, অধ্যাপক ড. রুমানা ইয়াছমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ইমাম উপস্থিত ছিলেন।

মোমেনা দীন মনিরা বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।