ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

খুবিতে সামাজিক ব্যবসায় উন্নয়ন শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ১১, ২০১২
খুবিতে সামাজিক ব্যবসায় উন্নয়ন শীর্ষক সেমিনার

খুলনা: সামাজিক ব্যবসায় উন্নয়ন সম্পর্কে প্রচার অভিযানের অংশ হিসেবে খুলনায় দিনব্যাপী এক সেমিনারর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সেমিনার শুরু হয়।



সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. সেলিনা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি সমাজ বিজ্ঞান স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, ইউনূস সেন্টারের সমন্বয়কারী এমএফএম আমীর খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের প্রফেসর রুমানা পারভিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কৌশিক প্রসাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মেহেরব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- ড্যাফোডিলস ইউনিভার্সিটির প্রফেসর মাসুদ ইবনে রহমান।   মডারেটরের দায়িত্ব পালন করেন- সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. সালেহ মাহমুদ ও নাজমুল হোসেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।