ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ক্যাম্পাসের নিরাপত্তা চেয়ে জাবি শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ১২, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপত্তা চেয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে স্মারকলিপি পেশ ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ব্যানারের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলার তদন্ত এবং তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা, আবাসিক হলগুলো সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও আসামিদের গ্রেফতার নিশ্চিত করা এবং অবিলম্বে জাকসু নির্বাচন দেওয়া।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি. নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।