ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বহিরাগতের হামলায় বিএম কলেজছাত্র আহত: সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ২০, ২০১২

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক আবাসিক ছাত্রকে বহিরাগতরা মারধর করায় শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

হামলার শিকার অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-মামুনকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসের কবি চত্বরে মামুনকে মারধর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে বিএম কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে রাখে সার্জেট ফজলুল হক হলের শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুরে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন মামুন।

এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বাপ্পী, রাতুলসহ ২০/২৫ জন তাকে মারধর করে।

পরে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সার্জেট ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ ও কলেজ প্রশাসন দোষীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে হামলায় আহত ছাত্র আল-মামুন বাংলানিউজকে জানান, হামলাকারীরা প্রায় সময় তার কাছ থেকে জোরপূর্বক টাকা নিতো।

এবার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে মারধর করে গলায় থাকা সোনার চেইন ও মোবাইল সেট নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আহত শিক্ষার্থী ও কলেজ প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।