ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
জবিতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভেতরে অযথা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীর তুলনায় খুবই ছোট। ক্যাম্পাসে সবার নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ব্যবহারকারীদের নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে বলা হয়েছে।  

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় অভ্যন্তরে সম্পূর্ণরূপে মোটরসাইকেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবেন।

উল্লেখ্য, সাড়ে সাত একরের ক্যাম্পাসে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য অপ্রতুল হওয়ায় এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার খেলাধুলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।