ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। প্রতি আসনের বিপরীতে ৬৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো তথ্য মতে, এ বছর বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এ আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ১৩১ জন প্রার্থী আবেদন করেছেন।

ঢাকাসহ আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।  

পরীক্ষায় সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য থাকবে ৪৫ মিনিট।  

বেলা ১১টা ১৫ মিনিটে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল কার্জন হল কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ও ২৪ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।