ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ভোলায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
ভোলায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী

ভোলা: ভোলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ করে ৩০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পরে আশংকাজনক অবস্থায় তাদের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় পুরো শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদরের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।  

এ ঘটনায় আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানিয়েছেন, শ্রেণি কক্ষে দ্বিতীয় ক্লাস চলছিল। এ সময় জাহিদ নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর অসাবধানতাবশত বলপেনের পিন তার হাতের আঙ্গুলে ঢুকে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে সেই শিক্ষার্থী। এটি দেখে কিছুক্ষণের মধ্যে সহপাঠীরা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন।

এভাবে অল্প সময়ের মধ্যে ওই শ্রেণির ১৬ জন এবং পরবর্তীতে অন্য শ্রেণির ১৪ জনসহ মোট ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর পরই অভিভাবকদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের ভোলা হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে অনেকেই সুস্থ। তবে তাদের অসুস্থ হয়ে পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।  

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান বলেন,  শিক্ষার্থীদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়নি। তাদের দেখে মনে হচ্ছে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন সুস্থ। ভয়ের কারণ নেই।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ