ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
রাবিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শুরু

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৩ শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় এ প্রদর্শনী উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর গবেষক ও চিন্তক চৌধুরী জুলফিকার মতিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী।

সভাপতিত্ব করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ড. নূরুল আমীন।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

এবারের বার্ষিক প্রদর্শনীতে দুটি ডিসিপ্লিন মৃৎশিল্প ও ভাস্কর্য। মৃৎশিল্প ডিসিপ্লিনের ৫১ জন শিক্ষার্থীর ৫৪টি শিল্পকর্ম এবং ভাস্কর্য ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী ৫১টি অর্থাৎ ৯১ জন শিক্ষার্থীর ১০৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

মৃৎশিল্প ডিসিপ্লিনের শিল্পকর্মের মধ্যে পোড়ামাটির ভাস্কর্য, ফলকচিত্র, মিউরাল, কয়েলপট, পটার, স্টুডিও পটারি এবং বেসিক ডিজাইন রয়েছে। আর ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে, কাঠ, পাথর, সিমেন্ট, পোড়ামাটি, মেটাল, মিশ্র ও স্থাপনা শিল্প রয়েছে।

শিল্পকর্মের ভালো কাজগুলোর মধ্যে প্রতি বর্ষের শিক্ষার্থীদের দুটি করে শ্রেণি পুরস্কার এবং দুই ডিসিপ্লিনের একটি করে দুইটি পুরস্কার শিল্পী বনিজুল হক ও আসাদুল ইসলাম নামে স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে।

সর্বমোট ২৯টি পুরস্কার দেওয়া হয়েছে। প্রদর্শনী চারুকলা অনুষদ ১৯ মার্চ থেকে ২১ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।