ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্যোক্তাদের মিলনমেলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্যোক্তাদের মিলনমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে হরেক রকমের স্টল নিয়ে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী ঢাকা লেডিস ক্লাবে ‘ভিকিস মিনা বাজার’ অনুষ্ঠান উদযাপিত হয়।

 

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, সংসদ সদস্য আরমা দত্ত, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন ও কার্যনির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খানসহ প্রমুখ।  

বাহাউদ্দিন নাছিম বলেন, ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র লেখাপড়াতেই প্রথম নয় বরং মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনেও সফলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি অ্যালামনাইয়ের সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।