ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ বাস দেবে শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ বাস দেবে শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): আগামী শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষায় আঞ্চলিক কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় তিন ইউনিট মিলিয়ে শাবিপ্রবি কেন্দ্রে অংশ নেবেন ৯ হাজার ২১৩ জন পরীক্ষার্থী। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৩টি বাস সেবা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে ১৩টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। যাতায়াত সমস্যা দূরীকরণে অতিরিক্ত ট্রিপের প্রয়োজন হলে সেটিরও ব্যবস্থা করা হবে।

পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টার দিকে ১১টি বাস নগরীর কদমতলী, টিলাগড়, ঈদগাহ, লাক্কাতুরা, শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, জেলরোড, নয়াসড়ক পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবীবাজার ও সুবিদবাজার হয়ে ক্যাম্পাসে আসবে। পরে ক্যাম্পাস থেকে দুপুর দেড়টার দিকে একই পথে বাসগুলো ফিরে যাবে। অন্যদিকে আগামী শনিবার বিকেলের শিফটে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষার্থীদের জন্য দুপুর দেড়টায় ঈদগাহ ও টিলাগড় থেকে ২টি বাস ছাড়া হবে। যেগুলো বিকেল সাড়ে ৪টায় একই পথে ফিরে যাবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া অভিভাবকদের গাড়ি পার্কিংয়ের জন্য হ্যান্ডবল গ্রাউন্ড, বিশ্রামের জন্য সকাল থেকে ক্যাফেটেরিয়া, ইউনিভার্সিটি সেন্টার ও সেন্ট্রাল অডিটোরিয়াম খোলা থাকবে। নাস্তার জন্য সকাল সাড়ে ৮টা থেকে ক্যাফেটেরিয়াসহ ফুড কোর্ট ও স্টাফ ক্যান্টিন খোলা থাকবে। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম ও ২টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

আগামী শনিবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ভর্তির জন্য ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার (৩ মে) মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ও শুক্রবার (১০ মে) বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।