ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

সার্বজনীন পেনশন চায় না ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ১১, ২০২৪
সার্বজনীন পেনশন চায় না ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন

ঢাকা বিশ্ববিদ্যালয়, (ঢাবি): বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অফিসার্স অ্যাসোসিয়েশন।  

শনিবার (১১ মে) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার (১২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করবে সংগঠনটি।  

এদিকে ২৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সার্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকরা আর্থিক সুবিধা বঞ্চিত হবেন উল্লেখ করেছে ঢাবি শিক্ষক সমিতি।  

সার্বজনীন পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত শিক্ষকদের স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।  

৬ মে সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাবি কর্মচারী ঐক্য পরিষদ।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।