ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার দাবিতে কাফন পরে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
পরীক্ষার দাবিতে কাফন পরে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: কাফনের কাপড় গায়ে জড়িয়ে ২য় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে থাকা বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  

দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে বুধবার (৩ জুলাই) দুপুরে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিনের কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

কর্মসূচি চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে চার বছর মেয়াদি বিএসসি-ইন-নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় তিন হাজার।  

এর মধ্যে ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬ জন। গত বছরের ডিসেম্বরে এ সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন বছরের সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। তাই সেশনজটের কবলে পড়ে তারা অন্দোলন করছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেওয়ার দাবি করেন। না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।  

এ বিষয়ে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই তারা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তাই তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।