ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে ২০ কলেজের সবাই অকৃতকার্য 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
দিনাজপুর বোর্ডে ২০ কলেজের সবাই অকৃতকার্য 

দিনাজপুর: সারাদেশের ন্যায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই বোর্ডে ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে ২০ কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৬৩ জন। ফলাফলে ২০টি কলেজের সবাই অকৃতকার্য হয়েছে।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ৬৬৫টি কলেজের মোট এক লাখ ১৩ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ হাজার ৯৫৪ জন। এই বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। ৬৬৫টি কলেজের মধ্যে ২০টি কলেজের কেউই পাশ করতে পারেনি।

কলেজগুলো হলো- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজের ৬জন,হাকিমপুর উপজেলার বোয়ালদার হাই স্কুল ও কলেজের চারজন, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের তিনজন, লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গন্ধমরুয়া স্কুল ও কলেজের আটজন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বাগডোকরা নিমোজখানা হাই স্কুল ও কলেজের ছয়জন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এমএল হাই স্কুল ও কলেজেরর ছয়জন, ঠাকুররগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গগর কলেজের ছয়জন, রংপুর সদর উপজেলার আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজের তিনজন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজের তিনজন, একই উপজেলার শিয়ালখোওয়া কলেজের তিনজন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজের তিনজন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের দুইজন, ঠাকুরগাঁও সদর উপজেলার কদমসুল হাট স্কুল ও কলেজের দুইজন, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজের দুইজন, রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার বড়াইবাড়ী কলেজের একজন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী এমআর স্কুল ও কলেজের একজন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলী এসসি হাই স্কুল ও কলেজের একজন, একই উপজেলার কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন, একই জেলার আদিতমারি উপজেলার নামুরি হাই স্কুল ও কলেজের একজন, ঠাকুরগাঁও সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের একজন রয়েছে। অকৃতকার্য হওয়ায় ২০টি স্কুলের মধ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় শূন্য ফলাফল ছিল। ২০২৩ সালে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল মাত্র একজন।  

সবাই অকৃতকার্য এই ২০টি কলেজের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বলেন, অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।