ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

স্নাতক গণিত অলিম্পয়াডের আঞ্চলিক পর্ব শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
স্নাতক গণিত অলিম্পয়াডের আঞ্চলিক পর্ব শুরু

বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে গণিত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা এবং গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, গণিত ভীতি দূর করা, সর্বোপরি গণিতকে জনপ্রিয় করার নিমিত্তে বাংলাদেশ গণিত সমিতি ২০০৯ সাল থেকে স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করে আসছে, যেখানে অংশগ্রহণকারীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারদর্শীতা প্রদর্শনের সুযোগ পেয়ে থাকেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড দেশের ৮টি অঞ্চল যথাক্রমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও খুলনা অঞ্চলে আজ (১৩ ডিসেম্বর) একযোগে উদ্বোধন করা হয়।

 

বরিশাল অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মনিরুল আলম সরকার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাসসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার জন্য এ ধরনের প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে এসব আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

রংপুর অঞ্চলের অলিম্পিয়াড বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন বুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আরিফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

সিলেট অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফেরদৌস ও অধ্যাপক ড. আশরাফ উদ্দিন।

খুলনা অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয় রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সেলিনা আক্তার।

ঢাকা উত্তর অঞ্চলের অলিম্পিয়াড আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এআইইউবি’র অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল মালেক ও বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ বাবুল হাসান।

ঢাকা দক্ষিণ অঞ্চলের অলিম্পিয়াড সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এবিএম ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ও অধ্যাপক ড. নুর হোসেন মো. আরিফুল আজিম।

চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম-এর গণিত বিভাগে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম-এর কলা অনুষদের ডিন মহিতুল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রেহেনা নাসরীন।  

একটি বর্ণাঢ্য র‍্যালির ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে উদ্বোধনী পর্ব সমাপ্ত হয়। পরে ৮টি অঞ্চলে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী সেশন শুরু হবে দুপুর আড়াইটায়। এতে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেবেন দেশবরেণ্য গণিতজ্ঞগণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট এবং শ্রেষ্ঠ প্রথম দশজনকে ক্রেস্ট ও আর্থিক অনুদান দেওয়া হবে।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-এর চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হবে। প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে উক্ত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি এ দেশে গণিতের প্রচার, প্রসার ও উৎকর্ষ সাধনে নিয়োজিত একমাত্র অলাভজনক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্ক
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।