ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের সংযুক্তি বাতিল করে মূল কর্মস্থলে ফেরতের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
প্রাথমিকের শিক্ষকদের সংযুক্তি বাতিল করে মূল কর্মস্থলে ফেরতের নির্দেশ 

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্তি বাতিল করে মূল কর্মস্থলে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  

রোববার (৫ জানুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছরের অধিককাল সময় সংযুক্তিতে কর্মরত আছেন এমন শিক্ষকদের সংযুক্তি বাতিল করে আগামী ৯ জানুয়ারির মধ্যে মূল কর্মস্থলে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অত্র দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।