ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

শিক্ষা

বুয়েটের ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বুয়েটের ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন 

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে 'স্বাধীনতা হল' করা হয়েছে।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রেজিস্ট্রার অধ্যাপক ড.এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।  

অফিস আদেশে বলা হয়, গত ০৫  ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল'-এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।