সাভার (ঢাকা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট সভায় নয় শিক্ষককে সাময়িক বরখাস্ত ও ২৮৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোর রাত ৩টা পর্যন্ত চলা সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেট সভা শেষে জানানো হয়, তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে দোষীদের ট্র্যাইব্যুনালের অধীনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিক্ষক কিংবা যেই হোক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণসহ নির্যাতন চালায় পুলিশ বাহিনী। এতে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। এ ঘটনার সাত মাস পর সোমবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরবি