ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, আগস্ট ২০, ২০২৫
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের তারিখ পেছানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাকসু নির্বাচন কমিশনার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে  ২৮ জুলাই (সোমবার)  রাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় জানানো হয়ে ছিলো ২০ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার সময়।

কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২০ আগস্ট ২০২৫ তারিখের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষার্থীদের মাঝে নির্বাচন কমিশন নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মনোনয়নপত্র বিতরণ বন্ধ করার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, রাকসুর কার্যত্রমকে বাধাগ্রস্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি রাকসু। ক্যাম্পাসজুড়ে রাকসুর যে আমেজ রয়েছে সেই আমেজকে নষ্ট করার জন্য নানাবিধ চক্রান্ত চলামান। তারই ধারাবাহিকতায় আজ রাকসু নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে, যা হাজার হাজার শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণের কারণ। ৩৬ হাজার শিক্ষার্থী তীব্র আন্দোলনে আবারো প্রকম্পিত হবে মতিহারের সবুজ চত্বর। রাকসু হবে মানে হবেই।

এ বিষয়ে জানতে চাইলে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘটের কারণে গতকাল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে আবাসিক হলে মনোনয়নপত্র পৌঁছে দিতে পারিনি। তাই আজ সকাল থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। আমরা শিগগিরই পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন বসে নতুন তারিখ ঘোষণা করব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।