ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আজ দুপুরে প্যানেল ঘোষণা করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, আজ দুপুর ১২টার দিকে আমরা ডাকসু ও হল সংসদের জন্য আমাদের প্যানেল ঘোষণা করব।
তবে শেষ সময়েও নানা জটিলতায় প্যানেল চূড়ান্ত করতে হিমশিম খেতে হয়েছে ছাত্রদলকে।
জানা গেছে, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিনও সংগঠনটির নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, প্যানেল নিয়ে নেতৃত্বের ভিন্নমত থাকায় চূড়ান্ত করতে দেরি হয়েছে। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি সমন্বিত প্যানেল ঘোষণা করা হবে।
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।
এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। ১৮ আগস্ট শেষদিন থাকলেও তা বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়।
এফএইচ/এসআইএস