ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

শিক্ষা

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, আগস্ট ২০, ২০২৫
কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ।  

বুধবার (২০ আগস্ট) ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করা হবে।

গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেলের নামকরণ করা হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।  

এই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন আব্দুল কাদের। এছাড়া জিএস পদে নির্বাচন করবেন আবু বাকের মজুমদার। এজিএস পদে দলটির কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন নির্বাচন করতে পারেন।  

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।