ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

শিক্ষা

জবিতে আ. লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
জবিতে আ. লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

জবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ঘুরে এসে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা "আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে" ; "ছাত্রলীগ বাংলাদেশ, একসঙ্গে চলে না" ; "এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন" ; "গড়িমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো" ;  "চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার" বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার রেশ এখনও কাটেনি। আহতরা এখনও হাসপাতালে। এ বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করা হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, জুলাই বিপ্লবে পাখির মত গুলি করে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা কীভাবে এদেশে রাজনীতি করে। আজ আমাদের এই আন্দোলন আওয়ামী লীগের শীতের দাবিতে। যতদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হবে ততদিন আমাদের এ আন্দোলন চলবে।

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মায়ের কোল খালি করে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে এখনও আওয়ামী লীগের হাত রঞ্জিত। আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব না। আমরা ইন্টেরিম সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তারা জাতির সঙ্গে বেইমানি করবে। তাদের ভুলে গেলে চলবে না, তারা আবু সাইদ, মুগ্ধের মতো শত শত শহীদের রক্তের ওপর বসে আছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধেও আমরা কথা বলবো।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।