ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

ফের হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি, চারুকলায় শেষ মুহূর্তের কর্মযজ্ঞ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
ফের হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি, চারুকলায় শেষ মুহূর্তের কর্মযজ্ঞ

ঢাকা: ফের তৈরি হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কয়েকজন শিল্পী ককশিটের ওপর মুখাকৃতিটি তৈরি করছেন।

তারা সোমবার (১৪ এপ্রিল) সকালে র‍্যালি শুরুর আগ পর্যন্ত এ মোটিফের নিখুঁত করার কাজ করবেন।

রোববার (১৩ এপ্রিল) রাত ৮টা নাগাদ চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, একটি বড় ককশিটের ওপর ছবি দেখে প্রাথমিক নকশা আকছেন একজন শিল্পী। অন্যরা নকশা অনুযায়ী ককশিট কাটা শুরু করেছেন।

এ সময় সেখানে কর্মযজ্ঞে জড়িত শিল্পী আনোয়ার হোসেনের সঙ্গে কথা হয়। তিনি চারুকলা অনুষদের ২০০২-০৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

তিনি বলেন, আমরা পুনরায় ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরির চেষ্টা করছি। এরই মধ্যে ভয়াল মুখাকৃতির চোখ ও নাকের আকৃতি এসেছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরুর আগ পর্যন্ত আমরা মুখাকৃতি তৈরির কাজ করব।

তিনি বলেন, ফ্যাসিস্টের চেহারা আপনারা এরই মধ্যে পেয়েছেন। মূল যে বার্তা দেওয়ার জন্য এটি উপস্থাপন করা হয়েছে, সেটি হয়েছে। হয়তো পুড়িয়ে দেওয়া মোটিফটি থাকলে মানুষ আরেকটু বেশি ঘৃণা প্রকাশ করত।

চারুকলার এবারের প্রধান ৭টি মোটিফের মধ্যে বাকিগুলো সবগুলো মোটিফের কাজ প্রায় শেষ। আনোয়ার জানান, সবকিছু মোটিফে শেষ মুহূর্তে আচড় দেওয়া বাকি আছে। কোথাও হয়তো একটু রঙ বাকি রয়েছে, কোথাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে।

এবার শোভাযাত্রায় ১০০ ফুট দীর্ঘ লোকজ চিত্রাবলীর পটচিত্র তৈরি করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, চারুকলার ভেতরে পটচিত্রে শেষ মুহূর্তের আচড় দিচ্ছেন নাজির হোসেন। এ শিল্পী টাইগার নাজির নামে পরিচিত। পটচিত্রে আকবর; বাংলাদেশের জাতীয় পশু বাঘ, বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম ১৯৫২ ও ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ;  বেহুলা লখিন্দর বনবিবি, গাজীরপট আঁকা হয়েছে।

টাইগার নাজিরের প্রত্যেকটি পটচিত্রে উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে বাঘ। এছাড়া বাংলার লোকজ বিভিন্ন উপাদান এসব পটচিত্রে স্থান পেয়েছে।

জানতে চাইলে তিনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে এসব পটচিত্র তৈরি করেছি। আমাদের আনন্দ শোভাযাত্রা বৈশ্বিকভাবে স্বীকৃত। এখানে সব বাংলাদেশি নিজেদের মতো করে উদযাপন করে।

চারুকলার জয়নুল গ্যালারির পাশে প্রতিবারের মতো এবারও চলছে বিভিন্ন ধরনের শিল্পকর্ম বিক্রি। সেখানে অনেকেই ঘুরে দেখছেন।

এদিকে চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি প্রস্তুতের স্থানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের ৫ সদস্যকে দেখা গেছে। প্রক্টরিয়াল টিম থেকে আজ সারা রাত নিরাপত্তার দায়িত্বে চারুকলায় সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজু চৌহান নামের এক সদস্য।

প্রসঙ্গত, আগামীকাল সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে চারুকলার সামনে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এফএইচ/জেএইচ  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।