ঢাকা: প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের এমসিকিউ অংশের ভর্তি পরীক্ষা আগামী ১৭ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়টিতে মাননীয় আদালতের নির্দেশ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল ১৭ এপ্রিল ঘোষণা সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিলের মধ্যে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এফএইচ/এসএএইচ