ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

অনশনে কুয়েট শিক্ষার্থীরা

দাবি আদায়ে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
দাবি আদায়ে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের একদফা বাস্তবায়নের দাবিতে অনশন করছেন ২৯ শিক্ষার্থী।  দাবি আদায়ে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হলেও ভিসি পদত্যাগ না করায় অনশনে রয়েছেন তারা।

সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা এ অনশনে বসেন।

চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন পালন করছেন ২৯ জন শিক্ষার্থী। ২০ ঘণ্টা পূর্ণ হলেও কোনো সাড়া মেলেনি প্রশাসনের পক্ষ থেকে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে। তারা জানান, প্রশাসনের নানা টালবাহানায় আন্দোলনের কোনো সমাধান আসছে না। বরং উপদেষ্টাদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র কল্যাণ দপ্তর শুরু থেকেই শিক্ষার্থীদের অনশন ভাঙাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছেন।  

এর আগে ১৪ এপ্রিল (সোমবার) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। শিক্ষার্থীরা ১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে নিজেরাই একের পর এক হলের তালা ভেঙে প্রবেশ করেন।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল (রোববার) বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে তারা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমআরএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।