ঢাকা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। পাশাপাশি তারা বুধবার (২৩ এপ্রিল) সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও প্রতীকী অনশন পালনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নতুন এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে শাহবাগ মোড় ছাড়েন তারা।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা
সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তাদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার
দিকে তারা অবরোধ স্থগিত করে মিছিল নিয়ে শাহবাগ ছাড়েন।
এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটের শিক্ষার্থীরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে কুয়েট ভিসির কোনো নড়চড় নেই। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালন করুন। আগামীকাল সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসসি/এফএইচ/আরবি