ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিসিএস প্রিলিমিনারিতে এমসিকিউ’র বিকল্প ভাব‍া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
বিসিএস প্রিলিমিনারিতে এমসিকিউ’র বিকল্প ভাব‍া হচ্ছে

ঢাকা: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নৈবেত্তিকের (এমসিকিউ) পরিবর্তে অন্য কোনো মেধা ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা যায় কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করেছে জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।


 
কমিটির বৈঠকে পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, পারিতোষিক পদ্ধতি এবং কাঙ্খিত লক্ষ্য সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।
 
এছাড়া পাবলিক সার্ভিস অ্যাক্টের নিরীক্ষামূলক রিভিউ এবং বিস্তারিত আলোচনা হয়। অ্যাক্টে পাবলিক সার্ভিস কর্মকর্তাদের দেশের প্রতি আনুগত্যশীল, কর্মজীবনের পরিকল্পনা, চাকরির নিরাপত্তা, বেতন-পারিতোষিক প্রাইভেট চাকরীজীবীদের সঙ্গে সামঞ্জস্যবিধান, মেধা বা বিশেষায়িত অভিজ্ঞতা বা পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি বিষয়গুলো অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কোটার ভারে ভারাক্রান্ত না রেখে নিয়োগ বা পদোন্নতিতে কোটা ন্যূনতম পর্যায়ে রাখা, কম্প্রিহেনসিভ বীমা চালু, কর্মরত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন ভাতা বৃদ্ধি এসব বিষয়সমূহ সিভিল সার্ভিস অ্যাক্টে সুষ্পষ্ঠভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক। এছাড়া বিশেষ আমন্ত্রণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দিন খান আলমগীর এবং ‘বেতন ও চাকরি কমিশন-২০১৩’ এর চেয়ারম্যান ড. ফরাশ উদ্দিন।
 
বৈঠকে ভূমি ব্যবস্থাপনার প্রস্তাবিত সংস্কার ও ডিজিটাইজেশন এর অগ্রগতি সম্পর্কে অন্তবর্তীকালীন প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। উত্তরাধীকার সূত্রে বা ক্রয়সূত্রে অথবা অন্যান্যভাবে প্রাপ্ত জনগণের মালিকানাধীন ভূমির নামজারিকরণ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।  
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।